নুরের বিরুদ্ধে বৈষম্যবিরোধীদের মামলা

খুলনা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৫, ২০২৫, ১০:৫৪ এএম
নুরুল হক নুর,

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মারধর, ক্লাব দখল করে চাঁদাবাজির অভিযোগে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার রাতে খুলনা সদর থানায় মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর নেতা মো. নাইম হাওলাদার।

অভিযুক্তরা হলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক এস কে রাশেদ, স্থানীয় নেতা মো. জনি ও যুব অধিকার পরিষদের খুলনা মহানগর শাখার নেতা মো. তাইজুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়, বিবাদীরা স্থানীয় পঞ্চবীথি ক্লাব অবৈধভাবে দখল করে চাঁদাবাজি, অসামাজিক কর্মকাণ্ড চালাতেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার (ওসি) মো. মাসুম। তিনি বলেন, মামলাটি তদন্তাধীন। আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।