অপবাদ সইতে না পেরে না ফেরার দেশে কুমকুম

পটুয়াখালী প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ০৯:৪৩ এএম
প্রতীকী ছবি

পটুয়াখালীর বাউফলে ইভ টিজিংয়ের শিকার হয়ে নাজনিন জাহান কুমকুম নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার শৌলা গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।

পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে যাতায়াতের পথে কুমকুমকে উত্ত্যক্ত করত একই বিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াদুল ইসলাম তাওসিন। ভুক্তভোগীর পরিবার বিষয়টি নিয়ে তাওসিনের চাচা ও স্কুল কর্তৃপক্ষকে জানান। এতে ক্ষুব্ধ হয়ে কুমকুম ও তার আরেক সহপাঠী কিশোরের একসঙ্গে তোলা ছবির সঙ্গে নোংরা মন্তব্য লিখে ফেসবুকে ছড়িয়ে দেয় তাওসিন। এ অপবাদ সহ্য করতে না পেরে চিরকুট লিখে আত্মহত্যা করেন কুমকুম। ময়নাতদন্তের জন্য মরদেহটি পটুয়াখালী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। সেই সঙ্গে অভিযুক্তকে আটকের অভিযানও চলমান।

এ বিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তবে এখনো লিখিত অভিযোগ করেনি ভুক্তভোগী পরিবার। তবু এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ।’