সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারীদের প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বাগেরহাটের মোংলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রদল।
সোমবার (১০ মার্চ) দুপুরে মোংলা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে ক্যাম্পাসে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় মোংলা থানা ছাত্রদলের সদস্য সচিব নাসির মুসাল্লি, মোংলা পৌর ছাত্রদলের সদস্য সচিব সাগর মীর, মোংলা কলেজ ছাত্রদলের সদস্য মো. ইউসুফ পারভেজসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে নারীদের প্রতি সহিংসতার ঘটনা আশঙ্কাজনকভাবে বাড়ছে। বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, যা সমাজে ভয়াবহ প্রভাব ফেলছে।
তারা বলেন, নারীদের জন্য একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে হবে। ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে এবং বিচার ব্যবস্থাকে স্বচ্ছ ও কার্যকর করতে হবে বলে দাবি জানান তারা।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশে একাধিক নারী ও কন্যাশিশুর ওপর সহিংসতার ঘটনা ব্যাপক আলোড়ন তুলেছে। এসব ঘটনার বিচার দ্রুত কার্যকর করার আহ্বান জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।