বিয়েবাড়িতে গান বাজানো নিয়ে সংঘর্ষ, বরের চাচা নিহত

নাটোর প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৪:৪১ পিএম

নাটোরের বড়াইগ্রামে বিয়েবাড়িতে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বর সুমন বেপারীর চাচা কামাল বেপারী (৪৫) নিহত হয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের ধলা মানিকপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কামাল ওই এলাকার মৃত ইসমাইল বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কামাল বেপারীর বড় ভাইয়ের ছেলে সুমন বেপারীর বিয়ের আয়োজন চলছিল। বিয়ে উপলক্ষে বাড়িতে সাউন্ড বক্স দিয়ে উচ্চ শব্দে গান বাজানো হয়। এসময় প্রতিবেশী মৃত আকু বেপারীর ছেলে সামসুল বেপারী, শাজাহান বেপারী ও শাহাদত বেপারী গান বাজনা বন্ধ করতে বলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা, একপর্যায়ে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কামাল ব্যাপারী নিহত হন।

এ ব্যাপারে অভিযুক্ত সামসুল বেপারী, শাজাহান বেপারী ও শাহাদত বেপারীর পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি।

বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।