সীমান্তে সংঘর্ষ : দুঃখপ্রকাশ করে যা বলল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৫, ০৬:৩৮ পিএম
সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরনগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয়দের ঢুকে পড়ার ঘটনায় দুঃখপ্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে চৌকা সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফের  কাছে এ দুঃখ প্রকাশ করে তারা।

মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া পতাকা বৈঠকের পর সাংবাদিকদের বলেন, “ভারতীয়দের বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ার ঘটনায় দুঃখপ্রকাশ করেছে বিজিবি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছে তারা। আর বাংলাদেশ-ভারতীয়দের সংঘর্ষ থামাতে টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ।”

এর আগে শনিবার সকালে এ সংঘর্ষের সৃষ্টি হয়। কয়েক ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে আসে।

বাংলাদেশ সীমান্তের স্থানীয়রা জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা সীমান্তে নিজ দেশের ৫০০-৬০০ সাধারণ মানুষকে জড়ো করে। এ সময় তারা বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েন। তারা চৌকা সীমান্তে ৫০টি আম গাছ কেটে ফেলেছে। এ খবর ছড়িয়ে পড়লে ভারতীয়দের ধাওয়া করেন বাংলাদেশিরা। এতে উভয় দেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

[109207]

এ সময় বিএসএফ ১৫ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। এ ছাড়া ভারতীয় নাগরিকরা ১৫টি ককটেল, ২০-২৫টি তির বাংলাদেশিদের উদ্দেশে নিক্ষেপ করে। এ ছাড়া পাথর ছুড়ে মারেন তারা।