বাংলাদেশ হাইকমিশনে হামলা, সীমান্তে ছাত্র-জনতার বিক্ষোভ

ফেনী প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪, ০৪:২৩ পিএম

আগরতলা বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও ফেনী বিলোনিয়া সীমান্তে উগ্র ভারতীয়দের আন্তর্জাতিক সীমান্ত আইনবিরোধী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে ফেনীর ছাত্র-জনতা।  

বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ফেনীর বিলোনীয়া বন্দর সীমান্ত এলাকার মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভের সামনে মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা।

বিজিবি ও পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে তারা এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় কর্মসূচিতে শহীদ, আহত ও বৈষম্যবিরোধী ছাত্র নেতারা ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এতে বক্তব্য রাখেন জেলা সমন্বয়ক মোহাইমিন তাজিম, মো. ওমর ফারুক, মোহাম্মদ শাওন, ফুলগাজীর সমন্বয়ক আব্দুর রহিম বাবু, সোহাগ, সৌরভ হোসেন, আজিজুল্লাহ আহমদী, জাহাঙ্গীর আলম প্রমুখ।

অপরদিকে সকাল থেকে বাংলাদেশের অংশে বিপুল পরিমাণ পুলিশ ও বিজিবি মোতায়ন করা হয়। ছাত্র-জনতাকে তিনশো গজের সীমানার বাইরে কর্মসূচি পালন করার নির্দেশনা দেয় বিজিবি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন- পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, পরশুরাম-ছাগলনাইয়ার (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওয়ালী উল্লাহ, বিজিবি-৪ ব্যাটালিয়নের সহকারী অধিনায়ক নুরুল ইসলাম, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম।

সমাবেশে বক্তারা বলেন, ভারত বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রে মেতেছে। এরইমধ্যে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে হুমকি দিয়েছে। বাংলাদেশের ছাত্র জনতা এর দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত।

এর আগে ভারতের আগরতলায় উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকনের নেতৃত্বে সহকারী হাই কমিশনারে হামলা ও গত রোববার সীমান্তবর্তী এলাকায় উচ্চস্বরে মাইক বাজিয়ে বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া হয়।