গাছে ঝুলছিল মরদেহ, পকেটে চিরকুট

রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৪, ০৭:১৩ পিএম

রাজবাড়ীর পাংশায় রাকিবুল ইসলাম নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাকিবুল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পুরাতন চড়াইকোল গ্রামের রাজু প্রামাণিকের ছেলে।

সোমবার (২৫ নভেম্বর) পাংশা রেলস্টেশন সংলগ্ন এলাকার একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় রাকিবুলের পকেটে একটি চিরকুট পাওয়া যায়। যেখানে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, মা-বাবা তোমরা আমাকে মাফ করে দিও’।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে স্থানীয় লোকজন পাংশা রেলস্টেশনের সংলগ্ন জলঘরের পাশে একটি কাঁঠাল গাছের ডালে এক যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। সেখানে রেল লাইনের পাশে এক জোড়া স্যান্ডেল ও একটি লাল ব্যাগ রাখা ছিল। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ওই সময় ওই যুবকের পকেটে একটি চিরকুট পাওয়া যায়।

রাকিবুলের মামা পাংশার মৃগিডাঙ্গা গ্রামের বাসিন্দা মোকলেছুর রহমান বলেন, তার ভাগ্নে রাকিবুল একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। এর সূত্র ধরে নিজ এলাকার চার যুবকের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দেন। পরে ওই যুবকরা চাকরি করবে না বলে টাকা ফেরত চান। বেশ কয়েকদিন ধরে টাকার জন্য তার ভাগনেকে খুব চাপ দিচ্ছিল।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ওই যুবক গাজীপুরে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। তার এলাকার বেশ কয়েকজনের কাছ থেকে টাকা নিয়ে তাদের সিকিউরিটি গার্ডের চাকরি দিয়েছিলেন। কিন্তু তারা বেতন না পাওয়ায় টাকা ফেরত চাইত। এ জন্য তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এ কারণে তিনি ‘আত্মহত্যা’ করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।