প্রথম আলোর সাইনবোর্ড খুলে নিয়ে গেল বিক্ষোভকারীরা

রাজশাহী প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৪, ০৪:৪২ পিএম

ভারতীয় আধিপত্য বিস্তারের মূলহোতা আখ্যা দিয়ে প্রথম আলোর রাজশাহী কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে নগরীর আলুপট্টি মোড়ে তৌহিদি জনতার ব্যানারে মানববন্ধন করা হয়।

জানা গেছে, মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল প্রথম আলো রাজশাহী কার্যালয়ে যায়। এ সময় বিক্ষোভকারীরা প্রথম আলোর সাইনবোর্ড খুলে ফেলেন। পাশাপাশি বাইরে থেকে ভাঙচুরও চালানো হয়।

এর আগে রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর কাওরান বাজারে প্রথম আলোর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন এক দল জনতা।

বিক্ষোভকারীরা জানান, ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে প্রথম আলো ও ডেইলি স্টার। ফলে তাদের তওবা করার জন্য এ জিয়াফত কর্মসূচি করা হচ্ছে। এখানেই রান্না করে সবাইকে খাওয়ানো হবে।

এদিন দুপুরে কাওরান বাজারে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে জোড়া গরু জবেহ কর্মসূচি শুরু করে বিক্ষোভকারীরা। পরে তারা কালো রঙের একটি গরু জবাই করে।