বরিশালে কাঠুরে আনিচুর রহমানকে (৪১) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মূল ঘাতক ও তার মা-বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন উপকমিশনার (উত্তর) রুনা লায়লা।
গ্রেপ্তাররা হলেন—বরিশাল সদর উপজেলার চরআবদানী এলাকার বাসিন্দা মো. আলভী (২৩) এবং তার বাবা মো. শরীফুল ইসলাম সুমন (৪২) ও মা ঝুমুর বেগম (৩৭)।
পুলিশ জানায়, গত ৩০ অক্টোবর রাতে আলভী তার বাবা-মায়ের সহযোগিতায় একই এলাকার বাসিন্দা আনিচুর রহমানের (৪১) পেটে ছুরিকাঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনিচুর রহমান মারা যান। পরে তার স্ত্রী ছনিয়া বেগম বাদী হয়ে গত ৫ নভেম্বর কাউনিয়া থানায় একটি হত্যা মামলা করেন।
পরবর্তীতে পুলিশ কমিশনারের নির্দেশনায় ঘটনার মূল রহস্য উদ্ঘাটন ও আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে একটি অভিযানিক দল গঠন করা হয়। যার প্রেক্ষিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হরষিৎ মণ্ডলের নেতৃত্বে একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ১৮ নভেম্বর রাজধানী ঢাকাতে অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার দুই নম্বর আসামি মো. শরীফুল ইসলাম সুমনকে (৪২) গ্রেপ্তার করা হয়।
পরে ভারতে যাওয়ার আগ মুহূর্তে ১৯ নভেম্বর নওগাঁ থেকে সুমনের ছেলে ও মামলার প্রধান আসামি মো. আলভী এবং মামলার তিন নম্বর আসামি সুমনের স্ত্রী ঝুমুর বেগমকে গ্রেপ্তার করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম বলেন, শুধু মামলার এজাহারনামীয় তিন আসামিকেই গ্রেপ্তার নয়, ঘটনার সময় ব্যবহৃত ছুরিসহ বেশ কিছু আলামতও উদ্ধার করা হয়েছে।