আবু সাঈদ হত্যা

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৪, ১২:৩৭ পিএম
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম।

আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার (১৮ নভেম্বর) রাতে নগরের আলমনগরের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রংপুরের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন বলেন, আবু সাঈদ হত্যা মামলায় শরিফুল ইসলামসহ সাতজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিবৃতি আকারে আদালতকে দিয়েছেন মামলার বাদী। মামলার তদন্তের স্বার্থে সোমবার রাত ৯টার দিকে শরিফুল ইসলামকে আটক করা হয়েছে। তাকে আজ আদালতে পাঠানো হবে।

গত ১৬ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন। গত ১৮ আগস্ট আবু সাঈদ হত্যার ঘটনায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, রংপুর রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন, রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. মনিরুজ্জামানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেন আবু সাঈদের বড় ভাই রমজান আলী।