মাস্ক পরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল

সিলেট প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৪, ০৫:৫২ পিএম

সিলেটে মুখে মাস্ক পরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেছেন একদল যুবক। সোমবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে সিলেট নগরের পূর্ব দরগাহ গেট এলাকায় মিছিলটি দেখা যায়।

জানা যায়, সকাল ৯টার দিকে কয়েকজন যুবক মুখে কালো মাস্ক পরে একটি ব্যানার নিয়ে পূর্ব দরগাহ গেট এলাকা থেকে মিছিল শুরু করেন। ব্যানারটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল। মিছিলে থাকা যুবকরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে পূর্ব দরগাহ গেট এলাকা থেকে শুরু করে চৌহাট্টা মোড়ে গিয়ে শেষ করেন।

মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, “কালো মাস্ক পরিহিত কয়েকজন স্লোগান দিতে দিতে সামনের দিকে এগোচ্ছেন। এ সময় আশপাশেও নজর রাখছিলেন মিছিলে অংশগ্রহণকারীরা। তারা ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপছে’; ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’; ‘শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’; ‘বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা আসবে, ছাত্রলীগ লড়বে’ ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন।

৫ আগস্ট সরকারের পটপরিবর্তনের পর সিলেটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের প্রকাশ্যে দেখা যায়নি। তাদের কোনো কর্মসূচি পালন করতেও দেখা যায়নি। দলের নেতৃত্বদানকারী প্রায় সবাই আত্মগোপনে রয়েছেন। এ ছাড়া ছাত্র-জনতার ওপর হামলার একাধিক মামলায় গ্রেপ্তারও রয়েছেন অনেকে।