চিকিৎসাধীন অবস্থায় প্রাণ গেল বোমা হামলায় আহত সেই বিএনপি কর্মীর

মাদারীপুর প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৪, ১১:০৮ এএম
সুজন সরদার

মাদারীপুরের কালকিনিতে জিয়া পরিষদের কর্মী সভার প্রস্তুতিমূলক আলোচনা সভায় যাওয়ার পথে বিএনপি নেতাকর্মীদের ওপর বোমা হামলায় আহত সুজন সরদার (৩২) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সুজন সরদার উপজেলার শিকারমঙ্গল গ্রামের মিজানুর রহমান সরদারের ছেলে।

এর আগে বৃহস্পতিবার (১৪ নবেম্বর) দুপুরে জিয়া পরিষদের কর্মী সভার প্রস্তুতিমূলক আলোচনা সভায় যাওয়ার পথে এনায়েতনগর ইউনিয়নের খালেকেরহাট বাজার এলাকায় পৌঁছালে এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা বোমা হামলা করেন।

এ সময় বিএনপির দুই কর্মী সুজন সরদার (৩২) ও শামিম বেপারী (২৮) গুরুতর আহত হন। পরে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সুজন সরদারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন।

এদিকে এ ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

কালকিনি থানার ওসি মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, আহত সুজন মারা গেছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।