পুকুরে ফেলে শিশুকে হত্যা, মাদ্রাসাছাত্র আটক

ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৪, ০২:২৯ পিএম
জেলার মানচিত্র

ঝিনাইদহে পুকুরে ফেলে দিয়ে সাফওয়ান ইসলাম (৬) নামের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার শিকারপুর গ্রামের গুরোরভিটা পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে সোহান (১৬) নামের এক মাদ্রাসাছাত্রকে আটক করেছে পুলিশ।

নিহত সাফওয়ান ইসলাম ওই গ্রামের জামমিম হোসেনের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগে পড়ত।

স্থানীয় লোকজন জানান, দুপুরের পর সাফওয়ানকে ডেকে নিয়ে যায় মাদ্রাসার আরেক ছাত্র সোহান। তারা সাইকেলে গ্রামের বিভিন্ন স্থানে কয়েক ঘণ্টা ঘোরাঘুরি করে। সাফওয়ান সন্ধ্যায় বাড়ি না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে গ্রামের পার্শ্ববর্তী গুরোর ভিটা পুকুরের পানিতে সাফওয়ানের দেহ ভাসতে দেখে পরিবার ও স্থানীয় লোকজন উদ্ধার করে। তাকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে শিশুটির শরীরে আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের পর আরও বিস্তারিত জানা যাবে। তবে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনতার মাধ্যমে ওই গ্রাম থেকেই সোহানকে আটক করে। তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।