হিন্দু বাড়িতে হামলা-লুটপাট, বিএনপি নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪, ০৯:০৬ এএম

কিশোরগঞ্জ সদরের ব্রাক্ষণকচুরী গ্রামে হিন্দু বাড়িতে হামলা ও লুটপাটের মামলার প্রধান আসামি বিএনপি নেতা (বহিষ্কৃত) ইদ্রিস মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জ র‍্যাব-১৪-এর সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, র‍্যাব-২ আগারগাঁওয়ের সহযোগিতায় রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের ব্রাক্ষণকচুরী গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান ইদ্রিস মিয়ার নেতৃত্বে ১০ থেকে ১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে প্রয়াত জয়কৃষ্ণ বর্মণের স্ত্রী গীতা রানী বর্মণের (৬৫) বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালান। এ সময় তারা ঘরে থাকা আসবাবপত্র, টাকাপয়সা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যান। প্রাণভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান ভুক্তভোগী গীতা রানী পরিবার। এখনো তারা বিএনপি নেতা-কর্মীদের ভয়ে বাড়িছাড়া।

এ ঘটনায় ইদ্রিস মিয়াসহ ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৫০ জনের বিরুদ্ধে গত ২৩ সেপ্টেম্বর কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী গীতা রানী বর্মণ। এ ছাড়া জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছেন তিনি। সেই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত অভিযোগ করা হয়।

বাদী গীতা রানী বর্মণ বলেন, “বাড়িতে গিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা করায় আসামিরা ক্ষুব্ধ হয়ে পরে বসতবাড়ির ঘরের দরজা জানালা খুলে নিয়ে যায়। মামলা প্রত্যাহারের জন্য আসামিরা আমাদের নানাভাবে হুমকি দিয়ে আসছিল। সেই সঙ্গে আসামিরা উল্টো বিদেশে থাকা আমার এক ছেলেকে আরেকটি মামলার আসামি করে।”

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, সংখ্যালঘু পরিবারের সঙ্গে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

কিশোরগঞ্জ র‍্যাব-১৪-এর সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।