সাতক্ষীরায় পরিবেশ সাংবাদিকতা ও মোজোবিষয়ক পাঠ্যধারা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র এই পাঠ্যধারার আয়োজন করে।
পাঠ্যধারায় মোজো বিষয়ে ধারণা দেন সিনিয়র সাংবাদিক আহসান রাজীব। তিনি বাংলাদেশে নিউ মিডিয়ার সম্প্রসারণ, মোবাইল সাংবাদিকতা, মোবাইলের মাধ্যমে ভিডিও ধারণ, কনটেন্ট তৈরি ও এডিটিং প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দেন।
এ ছাড়া পরিবেশ সাংবাদিকতা বিষয়ে ধারণা দেন গণমাধ্যম ব্যক্তিত্ব তানজির কচি। এসময় বাংলাদেশে পরিবেশ সাংবাদিকতা, পরিবেশ সাংবাদিকতার মানদ, বাংলাদেশে পরিবেশ সংক্রান্ত আইন সংকলন, পরিবেশবিষয়ক উন্নতমানের সংবাদ তৈরি প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়।
[103730]
প্রশিক্ষণে অংশ নেন বাংলাট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, খবরের কাগজের নাজমুস সাদাত জাকির, আমাদের সময়ের বিলাল হোসেন, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ, ঢাকা টাইমসের হোসেন আলী, সংবাদ প্রকাশের রিজাউল করিম, বার্তাটুয়েন্টিফোরের মৃত্যুঞ্জয় রায় অপূর্ব, খবরের কাগজের সুলতান শাহাজান, দ্য এডিটরসের মেহেদী হাসান শিমুল ও জুবায়ের মাহমুদ এবং ভয়েস অব টাইগারের মিলন রুদ্র।