জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইকে গলা কেটে হত্যা

সিলেট প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৪, ১২:৪৯ পিএম
জেলার মানচিত্র

সিলেটের কানাইঘাটে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে সুলতান আহমদ (৪৮) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় গ্রামবাসী সুলতানকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

শুক্রবার (৮ নভেম্বর) ভোরে উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বাউরভাগ নয়াগাউ গ্রামে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহত ব্যক্তির নাম হুসন আহমদ (৬৫)।

স্থানীয়রা জানান, নয়াগাউ গ্রামের হুসন আহমদের সঙ্গে সুলতান ও তার পরিবারের মধ‌্যে জমিসংক্রান্ত বিরোধ চলেছিল। এর জেরে শুক্রবার ভোরে নিহত হুসন আহমদ ও সুলতানের মধ‌্যে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে সুলতান আহমদ ধারালো অস্ত্র দিয়ে হুসন আহমদকে কোপাতে থাকলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে সুলতান হুসন আহমদকে গলা কেটে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর সুলতান পালানোর চেষ্টা করলে গ্রামবাসী তাকে আটক করে রাখেন। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল আউয়াল বলেন, “হত্যাকাণ্ডের বিষয়টি জানার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ঘাতক সুলতানকে আটক করে থানায় নিয়ে আসি। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করার পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”