টেস্ট পরীক্ষা শেষে ঘুরতে বেরিয়ে ৩ বন্ধুর মৃত্যু

পাবনা প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৪, ১০:৩০ এএম
প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদীতে দুই মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর সেভেন স্টার অয়েল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো পাবনার আতাইকুলা থানার বনগ্রাম এলাকার মোশাররফ মোল্লার ছেলে সাকিব মোল্লা (১৭), একই থানার পদ্মবিলা এলাকার আশিক হোসেন (১৭) ও ফাহাদ হোসেন (১৭)।

নিহতরা সবাই মিয়াপুর হাজী জসিম উদ্দিন উচ্চবিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।

নিহতদের বন্ধুরা বলেন, “টেস্ট পরীক্ষা শেষ হওয়ায় ৯ বন্ধু মোটরসাইকেলে ঈশ্বরদীর পাকশীতে ঘুরতে যাচ্ছিলাম। পথে এ দুর্ঘটনা ঘটে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলগুলো দ্রুতগতিতে চলছিল। প্রথমে কাভার্ড ভ্যানের সঙ্গে একটি মোটরসাইকেল ধাক্কা লেগে পড়ে যায়। পরে পেছনের মোটরসাইকেলও পড়ে যায়। দুই মোটরসাইকেলে মোট পাঁচজন যাত্রী ছিল। ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় দুজনকে পাবনা সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে পাকশী হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মেহেদী হাসান বলেন জানান, দুটি মরদেহ উদ্ধার করে পাকশী হাইওয়ে ফাঁড়িতে আনা হয়েছে। অপরজন হাসপাতালে মারা গেছে। এ ঘটনায় আইনি কার্যক্রম চলছে।