‘নির্বাচনী রোডম্যাপ না দিলে জনগণ রাস্তায় নেমে আসবে’

নরসিংদী প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪, ০৭:৪০ পিএম

দ্রুত নির্বাচনী রোডম্যাপ না দিলে জনগণ সড়কে নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন।

বুধবার (৬ নভেম্বর) বিকেলে নরসিংদী সদর উপজেলার বাদুয়ারচর কাজী আবুল হাসেম উচ্চ বিদ্যালয় মাঠে হাজীপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

খায়রুল কবির খোকন বলেন, “আওয়ামী লীগের কারণে বিগত সময়ে মিটিং মিছিল করতে পারিনি। ডামি নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার কেড়ে নিয়েছিল শেখ হাসিনা সরকার। দেশে নতুন করে স্বাধীনতা এসেছে, তবে ভোটাধিকার আসেনি। তাই দ্রুত সময়ে নির্বাচনের রোডম্যাপ দিন, জনগণ নির্বাচনের রোডম্যাপ চায়, নইলে সড়কে নেমে আসবে।“

খায়রুল কবির বলেন, “আওয়ামী লীগের প্রেতাত্মারা সাংবিধানিক সংকট সৃষ্টি করে ক্ষমতায় আসতে চায়। সেই সুযোগ আর হবে না। জনগণ এবং গণতন্ত্রের প্রতি বিএনপির বিশ্বাস আছে পেছনের দরজা নয় জনগণের মেইনডেট নিয়েই ক্ষমতায় আসবে।”

বিএনপির এই নেতা আরও বলেন, “এরশাদ-জাতীয় পার্টি একটি কুলাঙ্গার। তারা আওয়ামী লীগের সকল অপকর্মের সঙ্গী ছিলেন।“

হাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য জাহিদুল ইসলাম সরকারের সভাপতিত্বে কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফারুক উদ্দিন ভুইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শহর বিএনপির সাবেক সভাপতি গোলাম কবির কামাল, হাজীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল হান্নান সরকারসহ বিএনপি ও সহযোগী সংগঠণের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।