২০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজার প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪, ০৩:৫২ এএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী থেকে ২০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছেন মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে নাফ নদ ও বঙ্গোপসাগরের মোহনায় নাইক্ষ্যংদিয়ার কাছে থেকে এ অপহরণের ঘটনা ঘটে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ইউএনও বলেন, ‍‍`সশস্ত্র আরাকান আর্মির একটি দল নাফ নদীর মোহনার কাছে নাইক্ষ্যংদিয়া পয়েন্ট থেকে মোট ১৫টি নৌকা ও ২০ জন জেলেকে ধরে নিয়ে যায়।‍‍`

আদনান চৌধুরী বলেন, “জেলেরা যে পয়েন্টে মাছ ধরার জন্য জাল ফেলেছিলেন, সেটি আসলে মিয়ানমারের অংশে।”

আটক জেলেদের নাম-পরিচয় এখনো জানা যায়নি উল্লেখ করে তিনি বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জেলেদের উদ্ধারে কাজ শুরু করেছে।”

এর আগে গত ৯ অক্টোবর সেন্টমার্টিন দ্বীপ ও মিয়ানমারের মাঝামাঝিতে বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশ থেকে ছয়টি ট্রলারে ৫৮ জেলেকে আটক করে মিয়ানমার নৌবাহিনী।

এর মধ্যে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে একজন নিহত ও দুজন আহত হন।