ময়মনসিংহ-ঢাকা রুটে বিআরটিসির এসি বাস সার্ভিস চালু

ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪, ০৬:৫২ পিএম

ময়মনসিংহ-ঢাকা রুটে বিআরটিসির এসি বাস সার্ভিস চালু করা হয়েছে। সেবাই আদর্শ- এ প্রতিপাদ্য ধারণ করে মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় নগরীর মাসকান্দা এলাকায় বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রের পাশে বিআরটিসি কাউন্টার থেকে বাস সার্ভিসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মুফিদুল আলম।

এসি বাস সার্ভিসগুলো ময়মনসিংহ থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস দিয়ে মহাখালী পর্যন্ত চলাচল করবে। ১০টি এসি বাস প্রতিদিন ১ ঘণ্টা পরপর নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড থেকে বিরতিহীন যাতায়াত করবে। একই সময়ে ঢাকার কমলাপুর থেকে বাস ছেড়ে আসবে। ৪৫ আসনের এসি বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৩৫০ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মুফিদুল আলম উদ্বোধনকালে সুন্দর আচরণ ভালোমানের সার্ভিস ও যাত্রীবান্ধব সেবা প্রধানের জন্য বিআরটিসির সংশ্লিষ্ট অপারেটরদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “জেলার নাগরিকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই বাস সার্ভিস চালু করা হয়েছে। এতে এই জেলার মানুষের সড়কপথে যোগাযোগের ক্ষেত্রে নানা দুর্ভোগ পোহাচ্ছিলেন। এসি বাসের কারণে কিছুটা দুর্ভোগ কমবে। তবে যাত্রীসেবার মান ধরে রাখতে হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার, বিআরটিসি ময়মনসিংহ ডিপো ম্যানেজার মো. কামরুজ্জামান, বিআরটিএ সহকারী পরিচালক এএসএম ওয়াজেদ হোসেন উপস্থিত ছিলেন।