কবরস্থানের জমি নিয়ে উত্তেজনা, আহত ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪, ১২:১৬ পিএম
জেলার মানচিত্র

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গায় কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন ২ জন।

রোববার (৩ নভেম্বর) উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন জেলার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের আফজাল হোসেনের ছেলে সানাউল্লাহ (৩০) এবং একই এলাকার আব্দুল বাসের আলীর ছেলে তাসেম আলী।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, জায়গা জমি নিয়ে স্থানীয় বাসিন্দা আলম ও বাবু মাস্টারের লোকজনের আগে থেকেই একটা বিরোধ চলছিল। এরই জের ধরে দুই পক্ষ ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে দুই জন আহত হন। তাদের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তবে সানাউল্লাহর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম গোলাম জাকারিয়া বলেন, ওই এলাকার কবরস্থানের সামান্য মাটিকে নিয়ে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের লোকজন ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে কতজন আহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।