ট্রলিচাপায় প্রাণ গেল নারীর, স্বামী-সন্তানসহ ৩ জন হাসপাতালে

শেরপুর প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ০৩:১৭ পিএম

শেরপুরে ওভারটেকিং করতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে ট্রলির নিচে পড়ে হাসি বেগম (৩৪) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী-সন্তানসহ ৩ জন।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে শহরের নওহাটা এলাকার পৌর কবরস্থানের সামনে শেরপুর-ঝিনাইগাতী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসি বেগম ঝিনাইগাতী উপজেলার দড়িকালিনগর এলাকার মোখলেছুর রহমানের স্ত্রী ও দুই সন্তানের জননী। এতে মোখলেছুর রহমান ও তার ২ বছর বয়সী শিশু সন্তানসহ অপর মোটরসাইকেলের চালক আহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মোখলেছুর রহমান ও স্ত্রী হাসি বেগম তাদের দুই বছর বয়সী ছেলেকে ডাক্তার দেখিয়ে শেরপুর শহর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় শেরপুর-ঝিনাইগাতী মহাসড়কের নওহাটা এলাকার পৌর কবরস্থানের সামনে মোখছেুর রহমান আরেকটি মোটরসাইকেলকে ওভারটেক করার চেষ্টা করেন।

এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রলিকে সাইড দিতে গেলে অপর মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে ট্রলির নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান হাসি বেগম। আর আহত হন মোখলেছুর রহমান, তার শিশুসন্তান ও অপর মোটরসাইকেলের চালক।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। মোখলেছুর রহমানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শেরপুর সদর থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।