ক্যানসার-প্রতিরোধী টিকা নিয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী

শেরপুর প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৪, ১০:২৮ এএম
ছবি : সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতীতে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে কিশোরীদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দেওয়ার ফলে অষ্টম শ্রেণির ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

রোববার (২৭ অক্টোবর) বিকেলে ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের হাসলিবাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।  

স্কুল অভিভাবক ও হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার সকাল ১১টার দিকে শিক্ষার্থীদের এইচপিভি টিকা দেওয়া হয়। স্কুল ছুটির পর ওই শিক্ষার্থীরা বাড়িতে গেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। ২০ শিক্ষার্থীর মধ্যে সাত জনের অবস্থা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

এ খবর মুহূর্তের মধ্যে ঝিনাইগাতীসহ আশপাশের উপজেলায় ছড়িয়ে পড়ে। বর্তমানে (এইচপিভি) টিকা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান শেরপুর জেলা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মেডিকেল অফিসার আফরোজা আক্তার জাহান। তিনি বলেন, আসলে টিকার সমস্যা আছে নাকি টিকা দেওয়ায় কোনো সমস্যা হয়েছে খতিয়ে দেখতে হবে।