চুয়াডাঙ্গা পৌর এলাকা থেকে রূপা খাতুন (৪০) নামের এক নারীকে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে পৌর এলাকার তালতলা শ্মশানপাড়ার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থকে একটি অবৈধ ২২ মিমি রাইফেল, অপটিক্যাল সাইট, দুটি দেশীয় অস্ত্র (কিরিচ), ৬টি মদের বোতল, মাদক সেবনের একটি হুঁকা ও চারটি মোবাইল ফোন সেট এবং নগদ ৭ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়। আটকের পর তাকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
চুয়াডাঙ্গা সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহা. জয়নুল আবেদীন জানিয়েছেন, রূপা খাতুনের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ আছে। সম্প্রতি তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন তার স্বামী মিরাজুল ইসলাম।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, রূপার বিরুদ্ধে চোরাইপথে অস্ত্র পাচার (চোরাচালান) ও অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। সদর থানার একজন উপপরিদর্শক (এসআই) বাদী হয়ে মামলা করবেন।