অটোরিকশা ছিনতাই করতে চালককে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৪, ০৮:৫৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করতে রিফাত (১৫) নামের এক চালককে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার মনকাসাই এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ছিনতাইকারী আপন মিয়াকে আটক করেছে পুলিশ।

নিহত রিফাত কুটি ইউনিয়নের কালা মুড়িয়া গ্রামের মো. আবেদ মিয়ার ছেলে।

রিফাতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রিফাত পড়ালেখার পাশাপাশি বাবার অটোরিকশা চালাত। গত বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় সে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি। বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে শাহপুর এলাকার একটি গ্যারেজে অটোরিকশাটি দেখতে পান।

এ সময় ছিনতাইকারী আপন মিয়া অটোরিকশাটি গ্যারেজ থেকে নিতে এলে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়। পরে পুলিশ ঘাতক আপন মিয়ার দেওয়া তথ্য মতে রিফাতের মরদেহ উদ্ধার করে। আপন মিয়া উপজেলার চন্ডীদ্বার গ্রামের আলমগীর মিয়ার ছেলে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল হক কবির বলেন, অটোরিকশাটি ছিনতাই করতেই চালককে খুন করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।