অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল শিক্ষার্থীর

ফেনী প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৪, ০৬:৫২ পিএম
নিহত আসাদুজ্জামান মাসুদ। ছবি : সংগৃহীত

ফেনীতে অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালিয়ে সড়ক দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থী মারা গেছেন। নিহত আসাদুজ্জামান মাসুদ (২৪) ফেনী সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের মহদিয়া গ্রামে আশ্রাফ আলী ভুঁইয়া বাড়ি। তার বাবার নাম নুরুল আলম। চার ভাই-বোনের মধ্যে সবার ছোট ছিলেন তিনি।

রোববার (২০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ফেনী শহরের খাজুরিয়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালিয়ে আসাদুজ্জামান মাসুদ শহরের খাজুরিয়া এলাকা পার হওয়ার সময় হাইড্রোলিক ব্রেক করার  সঙ্গে সঙ্গে উল্টে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে মর্গে নিয়ে আসেন।

[101844]

নিহতের বড় ভাই আশ্রাফ ভূঞা জানান, রোববার সকালে নিহত মাসুদ তার ভাগিনাকে আলিয়া মাদ্রাসায় দিয়ে মোটরসাইকেল ওয়াশ করার জন্য যাচ্ছিল গ্যারেজে। পথি এ দুর্ঘটনা ঘটে।

২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের (আরএমও) আবাসিক কর্মকর্তা ডা. আসিফ ইকবাল জানান, সড়ক দুর্ঘটনায় নিহত একজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।