পীরকে ছুরিকাঘাতে হত্যা

সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৪, ০৬:২৭ পিএম

সুনামগঞ্জের ছাতক উপজেলার সৈয়দ মাহমুদ হোসেন ওরফে আব্দুল হান্নান (৮০) নামের এক পীরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার সৈদেরগাঁও গ্রামের নিজ বাড়িতে ছুরিকাঘাতে ঘটনাটি ঘটে। পরে পীরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার ভক্ত শুভানুধ্যায়ীরা বাড়ির সামনে ভিড় জমান।

সৈয়দ মাহমুদ হোসেন ওরফে আব্দুল হান্নান পীর উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বড় সৈদেরগাঁও গ্রামের সৈয়দ আব্দুল ওয়াহিদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পীর আব্দুল হান্নান অবিবাহিত ছিলেন। ওই গ্রামে তার বোনের বাড়িতে তিনি একাই বসবাস করতেন। বোনের বাড়ির সবাই প্রবাসে থাকেন।

প্রতিদিন ফজরের নামাজ শেষে আব্দুল হান্নান বাড়ির সামনের একটি ঘরে গিয়ে বসতেন। সেখানে অনেকে তাকে দিয়ে ঝাড়-ফুক করাতেন। তার কাছ থেকে পানি পড়া নিতেন। বৃহস্পতিবার সকালে সেখানে কে বা কারা যেন আব্দুল হান্নানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্বজনরা ঘরের বারান্দায় রক্তাক্ত অবস্থায় পড়ে তাকে থাকতে দেখে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন জানান, ছুরিকাঘাতে আব্দুল হান্নান পীর নামে একজন খুন হয়েছেন। তবে কে বা কারা আর কেন তাকে হত্যা করেছে তা জানা যায়নি। এ বিষয়ে ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।